Baba Ka Dhaba: \'বাবা কা ধাবা\'-র কান্তা প্রসাদ এবং তাঁর স্ত্রীয়ের বিনামূল্যে ছানি অপারেশন চিকিৎসকের

2020-10-27 1

দিল্লির (Delhi) এক ব্যক্তি \'বাবা কা ধাবা\'-র (Baba Ka Dhaba) দোকানে খাবার কিনতে চান। গিয়ে দেখেন সুস্বাদু খাবার নিয়ে বসে তাঁরা। সারাদিনে বিক্রি হয়েছে মাত্র ৪০ টাকার খাবার। লকডাউনে নিজেদের পরিস্থিতির কথা বলতে বলতে কেঁদে ফেলেন ওই দোকানের বৃদ্ধা। এর পর ওই ব্যক্তি গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ৮০ বছর বয়সী বৃদ্ধকে পেট চালানোর জন্য কাঁদতে দেখে, গোটা ভারতের চোখে জল আসে। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ভিডিও।

#BabaKaDhaba #DelhiShop #LatestLYBangla